Types of website(ওয়েব সাইটের প্রকারভেদ)

0

ওয়েব সাইটের প্রকারভেদ(Types of website)


গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা-


(১) স্ট্যাটিক ওয়েবসাইট (Static Website)

(২)ডাইনামিক ওয়েবসাইট (Dynamic Website)


(১) স্ট্যাটিক ওয়েবসাইট (Static Website):

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা ওয়েব পেইজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে । HTML ভাষা দ্বারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। 

স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্টসমূহ-


-স্ট্যাটিক ওয়েবসাইটের পেইজগুলিতে কন্টেন্ট নির্দিষ্ট থাকে।


-এ ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়।


-স্ট্যাটিক ওয়েবসাইটে সাধারণত কোন ডেটাবেজ সংযোগ থাকে না।


-স্ট্যাটিক ওয়েবসাইটে কেবলমাত্র একমুখী কমিউনিকেশন হয় (সার্ভার টু ক্লায়েন্ট)।


এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ খুব সহজ। এ ধরনের ওয়েবসাইট উন্নয়নে HTML বা CSS ব্যবহৃত হয়।


স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধাসমূহ-


১। এ ধরনের ওয়েবসাইট খুব সহজে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা যায়।


২। অতি দ্রুত ও দক্ষতার সহিত কন্টেন্ট সরবরাহ করা যায়।


৩। ডেটাবেজ ব্যবহার না করার ফলে সর্বাধিক নিরাপত্তার সহিত তথ্য সরবরাহ করা যায়।


৪। ব্যবহারকারীর ব্রাউজারে খুব দ্রুত লোড হয়।


৫। খুব সহজেই সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়।


৬। সহজেই ওয়েব পেইজের লে-আউট পরিবর্তন করা যায়।


৭। খুব দ্রুততার সাথে এসব ওয়েবসাইট থেকে খুব কম নেট স্পীডেও ডেটা ডাউনলোড করা যায়।


৮। স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নে তুলনামূলক খরচ কম হয়।


স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ-


১। কনটেন্ট আপডেট করতে প্রচুর সময় লাগে।


২। ওয়েবসাইটের আকার বৃদ্ধি পেলে কনটেন্টগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। ৩। মানসম্মত ওয়েব পেইজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ।


ডাইনামিক ওয়েবসাইট (Dynamic Website) :

যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা পেইজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা ও পিএইচপি (PHP) বা এএসপি (ASP) ভাষার প্রয়োজন হয়।

ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্টসমূহ-


-সার্ভার ,ডাটাবেস(গুলি) ,ক্লায়েন্ট/ব্রাউজার এ ধরনের ওয়েবসাইটে পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেইজ থাকে।


-রান টাইমের সময় পেইজের ডিজাইন বা কনটেন্ট পরিবর্তন হতে পারে।


-ডায়নামিক ওয়েবসাইট উন্নয়নে ডেটাবেজ ব্যবহৃত হয় এবং ডেটাবেজে কুয়েরীর মাধ্যমে বিভিন্ন পরিবর্তনশীল কন্টেন্ট তৈরি করতে পারে।


-ডায়নামিক ওয়েবসাইট খুব ঘন ঘন পেইজের ভ্যালু বা কন্টেন্ট পরিবর্তন করতে পারে এবং ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট গ্রহণ করতে পারে।


-এ ধরনের ওয়েবসাইট উন্নয়নে PHP, Perl, ASP.Net, Java Script, Python ইত্যাদি ব্যবহৃত হয়।


ডায়নামিক ওয়েবসাইটের সুবিধাসমূহ-


১। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেইজ এর কন্টেন্ট পরিবর্তন হতে পারে।


২। তথ্য বা বিষয়বস্তুর আপডেট খুব দ্রুত করা যায়।


৩। নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়।


৪। ব্যবহারকারীদের নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে।


৫। অনেক বেশি তথ্যবহুল হতে পারে।


৬। আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ লে আউট তৈরি করা যায়।


ডায়নামিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ-


১। ডেটাবেজ এবং বিভিন্ন গ্রাফিক্স উপাদান যোগ করার ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়।


২। এ ধরনের ওয়েবসাইট উন্নয়ন ও নিয়ন্ত্রণ তুলনামূলক জটিল।


৩। ডায়নামিক ওয়েবসাইট উন্নয়নে খরচ বেশি হয়।


স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য-



Post a Comment

0Comments
Post a Comment (0)