Concept of HTML(এইচটিএমএল এর ধারণা )

0


এইচটিএমএল এর ধারণা (Concept of HTML)


ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTMI. ব্যবহার করা হয়। HTML, এ তৈরি কোন ওয়েব পেজের সাধারণত দুইটি প্রধান অংশ থাকে। যথা- 

১)head 

২)body



এইচটিএমএল ট্যাগ ও সিনটেক্স

পরিচিতি (HTML Tags and HTML Syntax) HTML কে ট্যাগের ভাষাও বলা হয় কারণ বিভিন্ন ট্যাগের সমন্বয়েই ডকুমেন্ট তৈরি হয়। প্রতিটি ট্যাগ তার নিজস্ব নাম অনুসরণ করে কৌণিক (<>) ব্রাকেটে শুরু বা ওপেন করতে হয় এবং একে শুরু ট্যাগ বা ওপেনিং ট্যাগ বলে। ওপেন হওয়া ট্যাগ কৌণিক (<>) ব্রাকেট অনুসরণ করে ট্যাগের নামে শেষ বা বন্ধ করতে হয় এবং একে শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ বলে। লক্ষ্যণীয় যে, ট্যাগ বন্ধ করতে'।' চিহ্ন ব্যবহৃত হয়। যেমন-HTML কোড শুরু করার জন্য প্রথমে <HTML> টাইপ করা হয়। ফলে এ অংশ থেকে পেজটিকে একটি HTML ডকুমেন্ট বা পেজ হিসেবে ঘোষণা করা হয়। পেজের শেষে </HTML> টাইপ করে শেষ বা বন্ধ করতে হয়। পরবর্তীতে <head> </head> ট্যাগ এবং <body> </body> ট্যাগের ভিতরে অন্যান্য ট্যাগ এবং ইলিমেন্টগুলি লিখতে হয়।


HTML ট্যাগ (tag) দুই ধরনের হতে পারে। যথা- 

১। ধারক বা কনটেইনার (Container) ট্যাগ: 

যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ থাকে তাকে ধারক বা কনটেইনার ট্যাগ বলে। যেমন- <HTML></HTML>, <b></b>, <p></p> ইত্যাদি। 

২। ফাঁকা বা এম্পটি (Empty) ট্যাগ:

 যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু আছে কিন্তু ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ থাকে না তাকে ফাঁকা বা এম্পটি ট্যাগ বলে। যেমন- <br>, <hr>,<img> ইত্যাদি।


অ্যাট্রিবিউট (Attribute)

HTML উপাদানের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট HTML উপাদান সম্পর্কে অধিকতর তথ্য প্রদান করে। সবসময়ই ওপেনিং বা শুরুর ট্যাগে অ্যাট্রিবিউটের বর্ণনা থাকে। সাধারণত অ্যাট্রিবিউটের একটি নাম থাকে এবং এর কিছু মান (value) থাকে। যেমন-<p> উপাদানের একটি অ্যাট্রিবিউট হল color যার কিছু মান রয়েছে। এই মানগুলো থেকে এখানে green নেওয়া হয়েছে। অ্যাট্রিবিউটের নামের পর ="?" চিহ্ন দিয়ে তার মান বা ভ্যালু লেখা হয়। 

<p style="color:green">This is a paragraph.</p>

কখনো অ্যাট্রিবিউট নিজেই নিজের কাজ করতে পারে।

controls.


Post a Comment

0Comments
Post a Comment (0)