তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্র এবং পরিসর অনেক বড়। তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সাধারণ টেলিফোন থেকে শুরু করে অত্যাধুনিক স্মার্ট ফোন, সাধারণ কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক সুপার কম্পিউটার, রেডিও এবং টেলিভিশনসহ সকল ধরনের একমূখী যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট ও ওয়ান্ড ওয়াইড ওয়েব ইত্যাদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতাভুক্ত। ইউনেস্কো (UNESCO) ব্যাংকক থেকে প্রকাশিত ICT in Education Programme শীর্ষক বইতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতা বা পরিসর সম্পর্কে নিচের বাক্যগুলো উল্লেখ করা হয়েছে।
"This broad definition of ICT includes such technologies as radio, television, video, DVD, telephone (both fixed line and mobile phones), satellite systems, and computer and network hardware and software, as well as the equipment and services associated with these technologies, such as videoconferencing, e-mail and blogs."
বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি ২০১০ এর তথ্য প্রযুক্তি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য অংশে নিচের বাক্যটি উল্লেখ করা হয়েছে-
"তথ্য প্রযুক্তিকে শুধুমাত্র কম্পিউটার বিজ্ঞানের মাঝে সীমিত না রেখে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, নেটওয়ার্কিং কিংবা সকল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ব্যাপক অর্থে ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ।"