Computer (কম্পিউটার)

0


কম্পিউটার কি?

আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কেন্দ্রীয় টুল হলো কম্পিউটার। এই কম্পিউটার ইলেকট্রনিক কৌশলের এক বিস্ময়কর অবদান। আজকের বিশ্ব কম্পিউটার ছাড়া কল্পনাও করা যায় না। Computer শব্দটি গ্রীক শব্দ হতে এসেছে। Compute শব্দ হতেই Computer কথাটির উৎপত্তি। যার আভিধানিক অর্থ হলো হিসাবকারী যন্ত্র। কম্পিউটার দিয়ে মূলত গাণিতিক, যুক্তি ও সিদ্ধান্ত মূলক কাজ করা যায়। এটি এমন একটি যন্ত্র যা মানুষের দেওয়া ডেটার ভিত্তিতে অতি দ্রুত সঠিকভাবে কোন কার্য সম্পাদন করতে পারে এবং উহার নির্ভুল ফলাফল প্রদান করতে পারে।


মানুষের কাজের গতি ও নির্ভরশীলতার তুলনায় কম্পিউটারের কাজের গতি ও নির্ভরশীলতার ক্ষমতা অনেক উন্নত। মানুষের দেওয়া নির্দেশ অনুযায়ী কম্পিউটার কাজ করে থাকে। কম্পিউটারের কাজ করার যে ক্ষমতা বা বুদ্ধি তা মানুষের হাতেই তৈরি। মানুষ কম্পিউটারকে যতটুকু স্মৃতি বা মেমরি (Memory), বুদ্ধি (Intelligence) ও ক্ষমতা (Capacity) দিয়ে তৈরি করবে এটি ঠিক ততটুকু মেমরি, বুদ্ধি ও ক্ষমতাই কাজে লাগাতে পারবে: এর বেশি নয়। কম্পিউটার তার মেমরিতে কী পরিমাণ ডেটা (Data) ধরে রাখতে পারবে, তা নির্ভর করে মানুষ তার মেমরিকে কীভাবে তৈরি করেছে তার উপর। কম্পিউটারের অভ্যন্তরে রয়েছে অসংখ্য ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী।

আধুনিক কম্পিউটারের রয়েছে বিপুল ক্ষমতা। কম্পিউটারের এই বিপুল ক্ষমতাকে ব্যবহারের জন্য একে সঠিকভাবে


কাজের নির্দেশ বা Instructions দিতে হয়। এই সকল নির্দেশকে বলা হয় প্রোগ্রাম (Program) যা তার মেমরিতে


সংরক্ষিত থাকে। কম্পিউটার প্রোগ্রাম অনুযায়ী কাজ করে অর্থপূর্ণ ফলাফল দেয়। বর্তমান যুগে কম্পিউটারের বহুমুখী ব্যবহারের ফলে এর সংজ্ঞা অনেক ব্যাপকতা লাভ করছে। সীমিত সংজ্ঞা দ্বারা একে গণ্ডিবদ্ধ করা যায় না। তবে নিচে কম্পিউটারের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা উল্লেখ করা হলো। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা তার মেমরিতে সংরক্ষিত থাকা নির্দেশের নিয়ন্ত্রণে পরিচালিত হয়; যা ডেটা


গ্রহণ করে, ডেটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে, ফলাফল তৈরি করে ও ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে। (A computer is an electronic device, operating under the control of instructions stored in


its own memory, that can accept data, process the data according to specified rules, produce results, and store the results for future use.)


বাংলাদেশের কপিরাইট আইনে কম্পিউটারের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে, "কম্পিউটার অর্থে মেকানিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রনিক, ম্যাগনেটিক, ইলেকট্রোমেগনেটিক, ডিজিটাল বা অপটিক্যাল বা অন্য কোনো পদ্ধতির ইমপালস্ ব্যবহার করিয়া লজিক্যাল বা গাণিতিক যে কোনো একটি বা সকল কাজকর্ম সম্পাদন করে এমন তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেম"।


অক্সফোর্ড ডিকশনারী অনুসারে কম্পিউটার হলো হিসাব-নিকাশ করা অথবা অন্য কোন যন্ত্রকে নিয়ন্ত্রণ করার ইলেকট্রনিক যন্ত্র যা তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে। (Electronic device for storing, analysing and producing information, for making calculations, or controlling machines.)


আধুনিক কম্পিউটারকে স্বংয়ক্রিয় যন্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। স্বংয়ক্রিয় বলার কারণ হচ্ছে- তাকে দেওয়া সমস্ত ডেটার উপর নির্দেশ মত কাজ করে নিজে থেকেই এক বা একাধিক জটিল সমস্যা সমাধান করতে পারে। এ ক্ষেত্রে তাকে বারবার নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় না। 

Post a Comment

0Comments
Post a Comment (0)